চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২৬০

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩১, ১৩ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২৬০

চট্টগ্রামে বাড়ছেই করোনার সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে  ২৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হারও ১০ দশমিক ২৭ শতাংশ। ক্রমেই বন্দরনগরীতে করোনার পরিস্থিতি ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সরকারের আরোপ করা বিধিনিষেধ আজ থেকে বাণিজ্যিক নগরীতেও কার্যকর হচ্ছে। সকলকে এবিষয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে ২২৬ জনই নগরের এবং বাকি ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

সিভিল সার্জন কার্যালয়ে তথ্যে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১৩ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৫৩২জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে এ ২৬০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। 

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৯২ জনে এসে দাঁড়িয়েছে। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৩৫ জন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়