চট্টগ্রামে একদিনেই সেঞ্চুরি করলো ডেঙ্গু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ২৩ অক্টোবর ২০২২
চট্টগ্রামে একদিনেই সেঞ্চুরি করলো ডেঙ্গু

ডেঙ্গু। প্রতীকি ছবি হিসেবে ব্যবহৃত।

চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াল থাবা। দৈনিক শনাক্ত ছাড়িয়েছে একশোর ঘর। গত ২৪ ঘণ্টায় নগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ৩৭ জন ও সরকারি হাসপাতালে ৬৭ জন চিকিৎসা নিচ্ছেন। 

চলতি মাসের (অক্টোবর) ২২ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন। যার মধ্যে মহানগরের ৬৭১ জন ও বাকি ২৫৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

এদিকে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ১৩ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ১৭ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ৯৮৭ জন, নারী ৫২৭ জন ও শিশু ৫০৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে (২৩ অক্টোবর পর্যন্ত) ১ হাজার ২০২ জন জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মহানগরেরই ১ হাজার ৪৮০ জন রয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়