Cvoice24.com

হালদা-কর্ণফুলী থেকে ৪০ হাজার ভাসা জাল জব্দ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ১ আগস্ট ২০২১
হালদা-কর্ণফুলী থেকে ৪০ হাজার ভাসা জাল জব্দ

ঈদ উল আজহার ছুটি আর দূর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে আবারও তৎপর হয়েছে অসাধু মাছ শিকারীরা। এর আগে, পুলিশের অভিযানে ধরা পড়তো তারা। এবার হালদা ও কর্ণফুলী অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার ভাসা জালসহ মাছ ধরার অবৈধ উপকরণ জব্দ করেছে সদরঘাট নৌ-পুলিশ। 

রোববার (১ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযানে চালিয়ে হালদা নদীর ছায়ার চর থেকে এসব জাল জব্দ করা হয়। 

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান সিভয়েসকে বলেন, ‘হালদা নদীর নাজিরহাট ব্রিজ থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত মাছ শিকার নিষিদ্ধ। ঈদের বন্ধ  আর দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের মুভমেন্ট সাময়িক বন্ধ থাকায় মাছ শিকারী আবারও তৎপর হয়ে যায়। আজকে আমাদের অভিযানে প্রায় ৪০ হাজার মিটার সুতার ভাসা জাল জব্দ করি। এছাড়া নিষিদ্ধ বেহুন্দি জাল বসানোর ২১টি বাঁশও জব্দ করি। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি। আমাদের অবস্থান খবর পেয়ে তারা পূর্বেই সরে পড়ে। এ অভিযান সামনে আরও কঠোর হবে।’

-সিভয়েস/এইচবি

সর্বশেষ

পাঠকপ্রিয়