Cvoice24.com

সিএমপির প্রতি থানায় ‘অক্সিজেন ব্যাংক’

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ২১ এপ্রিল ২০২১
সিএমপির প্রতি থানায় ‘অক্সিজেন ব্যাংক’

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবিলায় রোগীদের শ্বাস নিতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রতিটি থানায় তিন থেকে চারটি অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে গড়ে তোলা হয়েছে ‘অক্সিজেন ব্যাংক’। 

কোভিড ১৯ আক্রান্ত নগরবাসীর সহযোগিতায় এখন থেকে প্রতিটি থানায় এ অক্সিজেন ব্যাংক গড়ে তোলা হচ্ছে। 

সিএমপির উপ কমিশনার (সদর) আমীর জাফর সিভয়েসকে বলেন, ‘অক্সিজেন ব্যাংকের এ উদ্যোগে প্রতি থানায় তিন থেকে চারটি সিলিন্ডার থাকবে। অগ্রাধিকারের তালিকায় আমাদের পুলিশ থাকলেও জরুরী প্রয়োজনে সাধারণ মানুষও থানা থেকে সেই সুবিধা পাবে। এমনকি খুব জরুরী দরকার হলে খালি সিলিন্ডারও থানার মাধ্যমে চাইলে রিফিল করে দেওয়া হবে।’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়