Cvoice24.com


ছিন্নমূল শিশুদের নিয়ে বিট পুলিশ স্কুল

প্রকাশিত: ০৫:৪১, ২৯ নভেম্বর ২০২০
ছিন্নমূল শিশুদের নিয়ে বিট পুলিশ স্কুল

সিএমপি ডবলমুরিং থানাধীন ৭২ নং বিট পুলিশ ও ০২০৪ এর উদ্যোগে সামাজিক সংগঠন নগর ফুলের সহযোগিতায় পরিচালিত দেশের সর্বপ্রথম বিট পুলিশ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকায় এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালে পরিচালক ডা. নুরুল হক, পশ্চিমের এডিসি হুমায়ূন কবির, ডবলমুরিং থানার পরিদর্শক তদন্ত মাসুম ও নগর ফুলের সদস্যরা।

সিডিএ পুলিশ ফাঁড়ির আইসি ও এ স্কুলের সহযোগী অর্ণব বড়ুয়া বলেন, গত ২ মাস পূর্বে পথশিশুদের শিক্ষার উদ্দেশ্যে শুরু করা হয় এ স্কুল। বর্তমানে এ স্কুলে ৭০ জন পথ শিশু রয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে তাদের পাঠ দান করা হয়। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করছে নগর ফুল নামে একটি সামাজিক সংগঠন। এসব শিক্ষার্থীদের মধ্যে কেউ ফুল বিক্রি করতো আবার কেউ বিক্রি করতো মাস্ক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ গ্রহণে উৎসাহিত করতে তাদের মাঝে উপহার হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়