Cvoice24.com
corona-awareness

খাল তো নয় যেন ময়লার ভাগাড়!

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ২৬ জুন ২০২১
খাল তো নয় যেন ময়লার ভাগাড়!

দেখেই বুঝা যাবে না এটি চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। দেখতে মনে হচ্ছে এটি ময়লা রাখার স্থান।

দেখেই বুঝা যাবে না এটি চট্টগ্রামের প্রাণ চাক্তাই খাল। দেখতে মনে হচ্ছে এটি ময়লা রাখার স্থান। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ময়লার স্তূপে খালটি পরিণত হয়েছে সমতল ভূমিতে। এ খালটির পানিপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। ময়লার স্তূপ এমন আকার ধারণ করেছে যে, সেখানে এখন আর পানি প্রবাহ দূরের কথা সামান্য পানির সন্ধান পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এ খাল সংস্কার না হলে নগরবাসীকে এই বর্ষাতে দূর্ভোগে পড়তে হবে। ছবিগুলো মিয়াখান নগর এলাকা থেকে তুলেছেন সিভেয়েসের নিজস্ব আলোকচিত্রী।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়