Cvoice24.com

উষ্ণতার খোঁজে হাজার মাইল উড়ে রাঙ্গুনিয়ায় অতিথি পাখি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১৯ ডিসেম্বর ২০২১
উষ্ণতার খোঁজে হাজার মাইল উড়ে রাঙ্গুনিয়ায় অতিথি পাখি

ছবি: সিভয়েস।

উত্তরের হিমশীতল সাইবেরীয়া এবং হিমালয় পাদদেশীয় অঞ্চলে এবার স্মরণকালের প্রচণ্ডতম শীত পড়ছে। অধিকাংশ সময়েই মাইনাস ডিগ্রি সেলসিয়াসে থাকছে তাপমাত্রা। যা মানুষের সঙ্গে সঙ্গে পাখীদের রাজ্যকেও করে তুলেছে কাবু। অসহনীয় শৈত্যপ্রবাহের ধকল সইতে না পেরে একটু উষ্ণতার খোঁজে হাজার হাজার মাইল উড়ে বাংলাদেশে এসে ঠাঁই নিয়েছে হরেক বিচিত্র জাত-প্রজাতির পাখ-পাখালী। বন্দরনগরীসহ সমগ্র বৃহত্তর চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল ও উপকূলজুড়ে বিচিত্র জাতের অতিথি পাখির উড়াউড়ি বেড়েই চলেছে। ছবিটি শুক্রবার রাঙ্গনিয়ার গুমাইবিল এলাকা থেকে তোলা।

সর্বশেষ

পাঠকপ্রিয়