Cvoice24.com


‘চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বেগম জিয়ার মুক্তির আন্দোলন’

প্রকাশিত: ১৫:৫৮, ১৯ জুলাই ২০১৯
‘চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বেগম জিয়ার মুক্তির আন্দোলন’

ছবি : সিভয়েস

‘চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে পরিণত হবে। সারা দেশের মানুষের দৃষ্টি এখন চট্টগ্রামের দিকে। চট্টগ্রাম হচ্ছে আন্দোলন সংগ্রামের সূতিকাগার। চট্টগ্রাম থেকেই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের মাটি থেকেই বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেয়া হয়েছিল। এইবার খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও চট্টগ্রাম থেকে শুরু হবে। এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে। আর সেই আন্দোলনের জনস্রোত কোনো স্বৈরাচারী সরকার ঠেকাতে পারবে না। বেগম খালেদা জিয়ার মুক্তির না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মী আর ঘরে ফিরে যাবে না।’

শুক্রবার (১৯ জুলাই) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সভাপতিত্বতে   সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম সরকারকে উদ্দশ্যে করে বলেন, বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দিয়েছেন তা প্রত্যাহার  করে তাকে অবিলম্বে মুক্তি দিন। অন্যথায় দেশে জনবিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণে অবৈধ সরকারের পতন হবে।

তিনি শনিবারের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদেরকে সার্বিক প্রস্তুতি নিয়ে মিছিলে মিছিলে সমাবেশে আসার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বিভাগীয় সমাবেশ সফল করার মাধ্যমে প্রমাণ করতে হবে বীর চট্টলা বিএনপির ঘাঁটি। বেগম জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামের আওয়াজে অবৈধ সরকারের মসনদ কেঁপে উঠবে। সরকারকে বাধ্য করা হবে বেগম জিয়ার সকল মামলা স্থগিত করে নিঃশর্ত মুক্তি দিতে।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার হারুনুর রশিদ ভিপি।

সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাকসু ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, জাহাঙ্গির আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসাইন, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু প্রমুখ।

-সিভয়েস/এমআই/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়