Cvoice24.com

রংপুর লাঙ্গলের ঘাটি উপনির্বাচনে তা প্রমাণিত : জিএম কাদের

প্রকাশিত: ১২:৩০, ৭ অক্টোবর ২০১৯
      রংপুর লাঙ্গলের ঘাটি উপনির্বাচনে তা প্রমাণিত : জিএম কাদের

রংপুরকে জাতীয় পাটির দুর্গ উল্লেখ করে জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, রংপুর যে লাঙ্গলের ঘাটি তা আবারও উপনির্বাচনে প্রমাণিত হয়েছে। গত ৫ অক্টোবর অনুষ্ঠিত রংপুর-৩ আসনের উপনির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে সাদ এরশাদের পক্ষে না থেকে দলের যে সব নেতারা নির্বাচনে বিরোধিতা করেছে, তাদের ব্যাপারে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরের পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ আমাদের প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়েছেন। এখানকার সবাই জানে জাতীয় পার্টি জিতবে। নৌকা-লাঙল এক থাকায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। একারণে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি। যদিও নির্বাচনে আগ্রহ কম থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছিল। আমাদের কর্মী সমর্থকরা তো ভোট দিয়েছে।

চলমান অভিযান প্রসঙ্গে জিএম কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। আমরা মহাজোটে নির্বাচন করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব।

সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়