Cvoice24.com

সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত না করার দাবি

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ১৫ জুলাই ২০২১
সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত না করার দাবি

সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য হিসবে চিহ্নিত না করার দাবি জানিয়েছে মৌয়াল, চাষী, গবেষক ও ভোক্তাদের জাতীয় জোট ‘মৌমাছি ও মধু’। এই দাবিতে বৃহস্প্রতিবার (১৫ জুলাই) দেশের সাত জেলায় একযোগে সংগঠনটি অবস্থান কর্মসূচী পালন করেছে। 

ইউনেস্কো কর্তৃক ঘোষিত ‘সুন্দরবন’কে বিশ্ব ঐতিহ্যের সম্মান অক্ষুণ্ন রাখতে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলায় একই সময়ে প্রেসক্লাবসমূহের সামনে একযোগে অবস্থান কর্মসূচী পালন করে সংগঠনগুলো।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য সম্মান ঘোষণা করে। কিন্তু সম্প্রতি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ দিয়ে ঝুকিপূর্ণ ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা পরিকল্পনা করছে।ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির সর্বশেষ ২০১৯-এর সভায় সুন্দরবন ঐতিহ্য রক্ষায় বেশকিছু শর্তারোপ করেছিল। এই শর্তাবলী পালনে বাংলাদেশ যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করেছে বলে দাবি করা হলেও অগ্রগতিতে সন্তুষ্ট নয় কমিটি। 

বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, পুরো বিশ্বের একটি প্রাকৃতিক ঐতিহ্য। ভবিষ্যত প্রজন্মের জন্য এই বনটিকে টিকিয়ে রাখতে সকলের সম্মেলিত প্রচেষ্টা অপরিহার্য। সুন্দরবন তার প্রাকৃতিক অবয়ব নিয়ে ভালো আছে, তাই একে বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত করার প্রয়োজন নেই।

মৌয়াল, চাষী, গবেষক ও ভোক্তাদের জাতীয় জোট ‘মৌমাছি ও মধু’র সমন্বয়ক মঈনুল আনোয়ার বলেন, বনজ সম্পদ রক্ষা আন্দোলনের জনক বলে খ্যাতিপ্রাপ্ত নেদারল্যান্ডের  ম্যানগ্রোভ বনাঞ্চল বিশেষজ্ঞ জিনি ডি বেয়ার ২০১০ সালে সুন্দরবন সফরে এসে বলেছিলেন, মধু বাঁচলে বন বাঁচবে। বনে বেশি মধু থাকা ভালো বনের লক্ষণ। ম্যানগ্রোভ বনে মধু থাকা মানে গাছ, পানি, মাটিসহ পুরো প্রতিবেশ ব্যবস্থা ভালোভাবে টিকে আছে। অর্থাৎ হরিণ, বানরের খাদ্যের যোগান ভালো— এই প্রাণিগুলো খেয়ে পরে বেঁচে থাকলে বাঘের খাদ্য ঠিক থাকবে ফলে বাঘ বাঁচবে এবং বাড়বে। 

তাই মধু রক্ষা করতে পারলে সুন্দরবন রক্ষা করা যাবে। বন বিভাগ করোনাকালীন সময়ে অন্যসব বনজ সম্পদ আহরণ বন্ধ রাখলেও মধু সম্পদ আহরণ চালু রেখেছিলো সরকার।  

বনবিভাগের তথ্যমতে, প্রতি বছর মধু সংগ্রহ বাড়ছে। ২০১৫-১৬ অর্থ বছরে ১ লাখ ৯২ হাজার ৪শ কেজি মধু সংগ্রহ হয়। প্রতি বছর উৎপাদন বেড়ে ২০১৯-২০ অর্থ বছরে ৪ লাখ ৪৪ হাজার ৮শ কেজি মধু আহরণ হয়েছে। বছর বছর মধুর উৎপাদন বৃদ্ধি পাওয়াই প্রমাণ করে ‘সুন্দরবন’ ভালো এবং ঝুকিমুক্ত রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সরকার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে অতিষ্ট বনজীবীদের মনে যে রকম স্বস্তি আনতে সক্ষম হয়েছে ঠিক অনুরূপ বনের প্রতিবেশ ব্যবস্থার মধ্যেও স্বস্তি এসেছে। সুন্দরবনের অর্ধেক জায়গা অভয়ারণ্য ঘোষণা সুন্দরবনকে রক্ষার ব্যাপারে ভূমিকা রেখেছে সরকার। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ঐহিত্য কমিটির সাধারণ সভায় উপস্থাপন করা জরুরি বলে মনে করেন পরিবেশবিদরা।

বনের বৃক্ষ সম্পদ বুঝার জন্য বিশ্বব্যাপী যে নতুন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তা হচ্ছে ‘কার্বন মজুত তথ্য’। ২০০৯ সালের সমীক্ষায় দেখা যায়, সুন্দরবনে কার্বন মজুতের পরিমাণ ১০ কোটি ৬০ লাখ টন। ২০১৯ সালের নতুন এই সমীক্ষায় কার্বন মজুতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ টনে। নানা প্রতিকূলতার মধ্যেও সুন্দরবনের বৃক্ষ সম্পদ বেড়েছে। এটি এই বনের প্রাকৃতিক শক্তিমত্তার পরিচয়। সবকিছু মিলিয়ে সুন্দরবন ভালো আছে। 

বনবিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের যেকোন দুর্ঘটনায় তাৎক্ষণিক তদন্তের ব্যবস্থা করে এবং সুপারিশ প্রণয়ন করে বাস্তবায়ন করার চেষ্টা করে। সম্প্রতি বনবিভাগ জীববৈচিত্র সংরক্ষণ বন ও বন্য প্রাণির অপরাধ দমনে ড্রোনের ব্যবহার সংযোজন করছে, যা বন ব্যবস্থাপনায় অন্যতম মাইল ফলক।

উল্লেখ্য, সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া করছে জাতিসংঘের বিজ্ঞান শিক্ষা ও ঐহিত্যবিষয়ক সংস্থা ইউনেস্কো। ইউনেস্কোর দেয়া শর্ত পালন করতে না পারলে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকা থেকে বাদ পড়বে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। ২০১৯ সালের জুন মাসে সুন্দরবনকে বিশ্ব ঝুকিপূর্ণ ঐহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল ইউনেসকোর বিশ্ব ঐহিত্য কমিটি। কমিটির সুপারিশে বলা হয়, সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকারের করা অঙ্গিকার বাস্তবায়নের অগ্রগতি খুবই ধীর। এমন সুপারিশের কারণ হিসেবে সুন্দরবনের ২০ কিলোমিটারের মধ্যে দুটি কয়লাভিক্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়াকে দায়ী করা হয়।

এক বছরের পর্যবেক্ষণ সময়সীমা বেধে দেয়া হয়। ২০২০ সালের জুলাই মাসে আজারবাইজানের বাকুতে কমিটির সাধারণ সভায় এ বিষয়ে ১০৪ পৃষ্ঠার খসড়া সুপারিশ উপস্থাপন করে চুড়ান্ত সিদ্ধান্ত নেবার কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় ঐহিত্য কমিটির সেই সাধারণ সভা। সুন্দরবনের পরিবেশ রক্ষায় সন্তোষজনক অগ্রগতি না হওয়ার কারণে চলতি বছর অনুষ্ঠেয় ঐহিত্য কমিটির সাধারণ সভায় সুন্দরবনকে ঝুুুঁকিপূর্ণ ঐহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি অনেকটাই চূড়ান্ত ।

সর্বশেষ

পাঠকপ্রিয়