Cvoice24.com

লালখান বাজারে এপিক প্রপার্টিজ লি.’র আবাসন মেলার উদ্ধোধন 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ৬ আগস্ট ২০২২
লালখান বাজারে এপিক প্রপার্টিজ লি.’র আবাসন মেলার উদ্ধোধন 

এ বছরেই ২০-এ পা রাখতে যাচ্ছে দেশের স্বনামধন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লি.। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে এপিক তার চলমান প্রকল্পগুলো ক্রেতা সাধারণের সামনে তুলে ধরার প্রয়াসে ৬ আগস্ট থেকে নগরের লালখান বাজারের চাঁনমারি রোডে অবস্থিত ‘এস. এ. সিদ্দিকী পার্ক’ কন্ডোমিনিয়াম প্রকল্পে শুরু করেছে ৭ দিন ব্যাপী ‘এপিক মুনসুন ব্লাস্ট ২০২২’।

নগরের ভিতরেই কোলাহল মুক্ত আধুনিক জীবন ব্যবস্থার সব সুবিধা নিয়ে আমাদের আবাসন- এই স্লোগানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। এ সময় আরো উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান ও পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেনসহ আমন্ত্রিত অতিথিগণ।

উদ্বোধনী বক্তব্যে এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, আধুনিক নগরায়নের পাশাপাশি গ্রাহকের চাহিদা মাথায় রেখে এপিক তৈরি করছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত প্রকল্প। মেলায় এসে সবাইকে এইসব নান্দনিক স্থাপনা সমূহ দেখার আহ্ববান জানান তিনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, নগর উন্নয়নে এপিক প্রপার্টিজ আরো উত্তরোত্তর ভূমিকা রাখবে। পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গঠনে আবাসন শিল্পে আরো অবদান রাখার অনুরোধ জানান। 

পরে তিনি কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন। মেলায় আবাসন খাতের আর্থিক সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া ও ডিবিএইচ অংশগ্রহণ করছে।
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়