নাইক্ষ্যংছড়িতে ভোটকেন্দ্র বন্ধ, বিজিবির গুলি, নিহত ১

প্রকাশিত: ১২:০০, ১৪ অক্টোবর ২০১৯
নাইক্ষ্যংছড়িতে ভোটকেন্দ্র বন্ধ, বিজিবির গুলি, নিহত ১

ফাইল ছবি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইইনিয়নের ফাতরার ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের বাইরে বিজিবির গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

সোমবার ১৪ (অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মং‌কিসা চাকমা। আহতের নাম অংচাই মং মারমা।

ফাতরার ঝি‌রি ভোটকে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মো. উসমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফাতরার ঝিরিতে সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে বিজিবি সদস্যরা গুলি চালায়। এ সময় একজন গুলিবিদ্ধ ও আরেকজন মারা গেছেন।  এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ির তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়