Cvoice24.com

জুরাছড়িতে উদ্ধার বিরল হরিণ শাবকটির ঠাঁই হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কে

রাঙামাটি প্রতিনিধি, সিভয়েস

প্রকাশিত: ১২:৩১, ১১ মে ২০২১
জুরাছড়িতে উদ্ধার বিরল হরিণ শাবকটির ঠাঁই হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কে

বিরল প্রজাতির সাম্বার হরিণ শাবক

রাঙামাটির জুরাছড়ি উপজেলা থেকে একটি সাম্বার হরিণ শাবক উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরশ চাকমা বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করেন। বিরল প্রজাতির এই হরিণ শাবকটিকে সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জমান শাহ জানান, জুরাছড়ির দুর্গম এলাকা থেকে হরিণ শাবকটি উদ্ধার করা হয়েছে। বনবিভাগের কর্মীরা সেটিকে পরে রাঙামাটি নিয়ে আসেন। তবে সাম্বার হরিণের শাবকটিক বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হবে।

জুরাছড়ি উপজলা পরিষদ চেয়ারম্যান সুরেশ চাকমা বলেন, ‘জুরাছড়িতে হরিণ শাবক পাওয়ার কথা জেনে সোমবার সকালে বন কর্মকর্তা আমাকে ফোন দেন। বন বিভাগের লোক পাঠানোর পর তাদের হাতে হরিণ শাবকটি হস্তান্তর করে দিয়েছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়