Cvoice24.com

রাঙামাটিতে পৌঁছেছে ৯ হাজার ৬শ’ ডোজ টিকা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ১১ জুলাই ২০২১
রাঙামাটিতে পৌঁছেছে ৯ হাজার ৬শ’ ডোজ টিকা

ছবিঃ রাঙামাটি প্রতিনিধি

চীনের তৈরি সিনোফার্মের ৯ হাজার ৬শ’ ডোজ টিকা রাঙামাটিতে পৌঁছেছে।

রবিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে প্রথমে টিকার চালান চট্টগ্রামে পৌঁছায়। এরপরে বেক্সিমকো গাড়ি করে রাঙামাটি নিয়ে যাওয়া হয়। এসময় টিকা গ্রহণ করেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। 

সিভিল সার্জন জানান, আমরা জেলা পর্যায়ে গণ টিকাদান কর্মসূচী চালু করেছি। আজ (রবিবার) থেকে উপজেলা পর্যায়ে টিকা বিতরণ করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে উপজেলা পর্যায়ে টিকা দান শুরু করা হবে। আমরা চীনের তৈরি সিনোফার্মের ৪ হাজার ৮শ’ ভায়াল পেয়েছি। যাতে নয় হাজার ৬০০ ডোজ টিকা এবং আগামী ১ মাস পর দ্বিতীয় ডোজ টিকা নেয়া যাবে। দ্বিতীয় ডোজ সংরক্ষণ রেখেই প্রথম ডোজ দেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়