Cvoice24.com

তেল পরিমাপে কারচুপি, রাঙামাটিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৬, ৬ অক্টোবর ২০২১
তেল পরিমাপে কারচুপি, রাঙামাটিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গ্রাহকদের পরিমাণে জ্বালানি তেল কম দেওয়া, বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য তৈরি ও মোড়কজাত করে বিক্রি করার দায়ে রাঙামাটিতে দুই প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ অক্টোবর) সকালে রাঙামাটির দেবাশীষ নগর ও রিজাভ বাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়াইব। 

এসময় বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ ও পরিদর্শক (মেট) প্রকৌ. মো. জিল্লুর রহমান।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট) প্রকৌ. মো. জিল্লুর রহমান বলেন, গ্রাহকদের পরিমাণে জ্বালানি তেল কম দেওয়ায় জামান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য তৈরি ও মোড়কজাত করে বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী আজাদ বেকারী এন্ড কনফেকশনারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

-সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়