Cvoice24.com

রাঙ্গামাটিতে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় নেমে ৮ আ.লীগ নেতা বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২৩ নভেম্বর ২০২১
রাঙ্গামাটিতে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় নেমে ৮ আ.লীগ নেতা বহিষ্কার

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় রাঙামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ মোট ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, জেলা সেচ্চাসেবক লীগ সভাপতি শাওয়াল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার স্বাক্ষরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার আটজন হলেন—  রাজস্থলী উপ‌জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি বিশ্বনাথ চৌধুরী, মং‌চিনু চৌধুরী, বাঙ্গালহা‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামী লীগের সহ-সভাপ‌তি র‌ফিক হাওলাদার, কামাল উ‌দ্দিন, সাধারণ সম্পাদক‌ আলমগীর হোসেন, সেচ্চাসেবক লীগের রাজস্থলী উপজেলা সভাপতি অংচাইনু মারমা, সাধারণ সম্পাদক সুরেজ তংচঙ্গ্যা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী। 

জানা যায়, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি ক্রোমং মারমা। প্রার্থী হবার পরপর তাদেরও বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়