Cvoice24.com

কাপ্তাইয়ে নারী ভোটারের ভোট দিলেন সহকারী প্রিজাইডিং অফিসার! 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ জুন ২০২২
কাপ্তাইয়ে নারী ভোটারের ভোট দিলেন সহকারী প্রিজাইডিং অফিসার! 

অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার সালেহ আহম্মেদ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ইউনিয়ন পরিষদ (ইউপি) ’র একটি ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নৌকা মার্কার প্রার্থীকে ভোট প্রদানের অভিযোগ করেছেন এক নারী ভোটার।

বুধবার (১৫ জুন) সকালে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের বরইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

ওই নারী ভোটারের অভিযোগ, সহকারী প্রিজাইডিং অফিসার ইভিএমে ভোট প্রদান দেখাতে গিয়ে নিজেই ভোট দিয়ে দিয়েছেন। তবে অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রিজাইডিং অফিসার সালেহ আহম্মেদ। তিনি বলেন, 'আমি ভোটকক্ষে প্রবেশও করিনি। এখন কেউ যদি দুই ঘণ্টা পর এসে অভিযোগ করে আমার কিছুই বলার নেই।'

এ বিষয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা বলেন, 'মোটামুটি ভোটের পরিবেশ ভালো। তবে বরইছড়ি কেন্দ্রে এক সহকারী প্রিজাইডিং অফিসার নৌকার প্রার্থীকে ভোট দিয়ে দিচ্ছেন। আমি এ বিষয়ে অভিযোগ জানিয়েছি।'

এদিকে, যে কেন্দ্রে ভোটপ্রদানের অভিযোগ সেই বরইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ মাহবুব হাসান জানান, 'আমরা অভিযোগটি আমলে নিয়েছি। অভিযোগ আমলে নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করব, সহকারী প্রিজাইডিং অফিসারের ব্যাপারে কী করা যায়।'

প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আক্তার হোসেন মিলন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিপ্লব মারমা; যিনি আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী হিসেবে পরিচিত।

সর্বশেষ

পাঠকপ্রিয়