Cvoice24.com

কাপ্তাইয়ে কুড়িয়ে পাওয়া ‘গ্রেনেড’ বিস্ফোরণে বাবা-ছেলে নিহত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ৮ জানুয়ারি ২০২৩
কাপ্তাইয়ে কুড়িয়ে পাওয়া ‘গ্রেনেড’ বিস্ফোরণে বাবা-ছেলে নিহত

প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাইয়ে অবিষ্ফোরিত গ্রেনেডের যন্ত্রাংশ বিষ্ফোরিত হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সখিনা বেগম (৩৫) নামে এক নারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। 

রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই সদর ইউনিয়নের বাদশার টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইসমাইল মিয়া (৪৫) ও ছেলে মো. রিফাত (৭)। 

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের এডিশনাল এসপি রওশন আরা সিভয়েসকে বলেন, ‘কাপ্তাই সদর ইউনিয়নের বাদশার টিলা এলাকায় নেভীর ফায়ারিং ক্যাম্প এলাকা থেকে বস্তায় ভরে বেশ কিছু গ্রেনেডের টুকরো কুড়িয়ে বাড়িতে আনেন ইসমাইল মিয়া। পরে সেগুলো চুলার পাশে রাখা হলে সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে। টনাস্থলেই ইসমাইল মিয়া ও তার ছেলে রিফাত মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী সখিনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে এরকম খবর পাওয়া গেলেও বিস্ফোরণের কারণ জানতে আমরা ফায়ার সার্ভিসকে কল করেছি। তাছাড়া বোম্ব বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে। তাদের মতামতের পরই আসলা ঘটনা জানা যাবে।’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়