Cvoice24.com

নগরীর অবৈধ পশুর হাট উচ্ছেদ হচ্ছে

প্রকাশিত: ১২:১৫, ২২ এপ্রিল ২০১৮
নগরীর অবৈধ পশুর হাট উচ্ছেদ হচ্ছে

ছবি: সিভয়েস

নগরীর বিভিন্ন এলাকায় নিয়মবহির্ভূত ভাবে পশুর খামার বা হাট বসিয়ে এক শ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। কোন ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব খামার বাণিজ্যের কারণে বৈধ পশুর হাটগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এবার অবৈধ পমুর হাট গুলো উচ্ছেদের উদ্যেগ গ্রহণ করছে চসিক।  

জানা যায়, যত্রতত্র পশুর হাট বসানোর কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনাধীন পশুর হাটগুলো অর্থনৈতিক মন্দায় ভুগছে। আবার অন্যদিকে এসব অবৈধ পশুর খামারগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত না হওয়ায় সিটি কর্পোরেশন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চসিক’র আয়বৃদ্ধিমূলক পরিকল্পনা হিসেবে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই অবৈধ পশুর খামার এবং হাটগুলো উচ্ছেদ বা রাজস্বভুক্ত করার ব্যাপারে জেলা প্রশাসকের সহায়তা চেয়ে বার্তা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।  

এ ব্যাপারে সিটি মেয়রের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বড় পশুর হাট বিবিরহাট এবং সাগরিকা বাজার। অবৈধ খামার ও হাটগুলোতে পশুর বিক্রির কারণে আমাদের বাজারগুলো অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। আশানুরূপ দরমূল্য পাওয়া যাচ্ছে না। নগরীর পোস্তার পাড়, শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে মইজ্জ্যার টেক সংলগ্ন পশুর খামারসহ প্রায় ৫০টি থেকে ৬০টি অবৈধ পশুর খামার এবং হাট রয়েছে। এগুলো থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোন রাজস্ব পায় না। আবার এ বাজারগুলোতে পশু বেচাবিক্রির কারণে আমাদের বাজারগুলোতে ক্রেতা সংকট সৃষ্টি হয়েছে। বিক্রি কমে যাওয়ায় ইজারাদাররাও বাজার ইজারা নিতে আগ্রহ হারাচ্ছেন। সব মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তিনি আরো বলেন, এভাবে নিয়মবহির্ভূত ভাবে চলতে দেয়া যায় না। তাই অবৈধ পশুর খামার এবং হাটগুলো উচ্ছেদকরণ এবং সিটি কর্পোরেশনের রাজস্বভূক্ত করার ব্যাপারে সহায়তা চেয়ে জেলা প্রশাসকের কাছে বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। অবৈধ পশুর খামার এবং হাটগুলো চিহ্নিতকরণ করে সিটি কর্পোরেশনের রাজস্বভূক্ত করা হলে আমাদের আয় বাড়বে।   

এদিকে রোববার (২২ এপ্রিল)  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র চট্টগ্রাম জেলা প্রশাসককে চিটি দিয়েছেন। চিটিতে অবৈধ পশুর হাট উচ্ছেদ করা অথবা অবৈধ পশুর হাটকে রাজস্ব ভুক্ত করে বৈধ করার দাবী জানান। 

-সিভয়েস/এএস

9

সর্বশেষ

পাঠকপ্রিয়