Cvoice24.com

বাঁশখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শীলকূপের যুবকের 

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৩
বাঁশখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শীলকূপের যুবকের 

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি মারা গেছেন মো. আজগর হোসেন (৪০) নামে এক যুবক। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের গুনাগরী এ.গণি প্লাজার উত্তর পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. আজগর হোসেন উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ার শিব্বির আহমদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাইপো আশিকুর রহমান সিভয়েসকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে  সিএনজি অটোরিকশা যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে গুনাগরী এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির এস আই মোস্তফা কামাল বলেন, নিহতের মরদেহ চমেক হাসপাতালে আছে। তবে সিএনজি অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বাঁশখালীর গুনাগরীতে দুই সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আজগর হোসেন নামে এক যুবক গুরুতর হয়। আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা আছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়