Cvoice24.com

‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বিনির্মাণ হবে’

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২১
‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বিনির্মাণ হবে’

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ। 

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেমন দেশ স্বাধীন করেছে, তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজেদের নাগরিক অধিকারসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন যা রাষ্ট্র নিশ্চিত করেছে। ধর্ম যার যার উৎসব সবার জানিয়ে এমপি বলেন, ইসলাম ধর্মসহ অন্যান্য সকল ধর্মেই স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করার অধিকার দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ শাখার নব-গঠিত (২০২১-২৩) পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে স্থানীয় কমিউনিটি সেন্টারে সভায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া ইসলাম, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও সাবেক উপজেলা সভাপতি অরুপ রতন চক্রবর্তী।

পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তী ও সত্যপদ তালুকদার বাবলার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো। বক্তব্য রাখেন সাবেক সভাপতি উৎপল রক্ষিত, অ্যাড. কবি শেখর নাথ, ডা. কাজল বৈদ্য, মাষ্টার বিজয় কৃষ্ণ ধর, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, সমিরণ দাশ তপন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুৃল মালেক রানা, সহ-সভাপতি কায়ছার উদ্দিন চৌধুরী, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরুল ইসলাম চৌধুরী, আ.লীগ নেতা মোজাম্মেল হক, ভবশংকর ধর, বিকাশ চন্দ্র দে, অলক কুমার দে, সৈকত দাশ ইমন, রূপক ঘোষ, কুমার রায় চৌধুরী, সুনীল দে, বাবু দাশ বাবলা, সৌরভ দাশ শুভ্র, রতœজিত ধর, সাধন রুদ্র, সুবল দেব, সুশান্ত চক্রবর্তী, গোপাল কৃষ্ণ ঘোষ, শ্রীদুল আচার্য,  মিল্টন মহাজন, এড. সনত সিনহা, দেবু দাশ, শিমু পাল, মৃণাল কান্তি ধর মিঠু, অজিত ব্যানার্জী, রুপন সুশীল, বাপ্পী ধর, নিবাস নাথ, পলাশ চৌধুরী, সুলাল মিত্র, সুনিল দাশ, প্রিয়ব্রত গোস্বামী তনু, শিমুল পাল,  সঞ্জয় দাশ, রাজীব দাশ, প্রকাশ ঘোষ, অজিত দে, সুদীপ্ত সিকদার, রুবেল দাশ, পলাশ দেব, শয়ন শীল, পলাশ ভট্টাচার্য, অভিলাশ চৌধুরী , সুজন বিশ্বাস, সুজন দত্ত, সাধন নাথ প্রমুসহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়