চন্দনাইশে বাসায় ফেরার পথে নার্সকে যৌন নিপীড়ন, লেগুনা চালক গ্রেপ্তার
সিভয়েস প্রতিবেদক

চন্দনাইশে বাসায় ফেরার পথে এক নার্সকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব দোহাজারীর আনছর আলীর পরিত্যক্ত খামার এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার ভুক্তভোগী ওই নার্স থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্ত লেগুনা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত লেগুনা চালকের নাম আব্দুর রহিম কালু। তিনি পূর্ব দোহাজারীর বাবু খান বাড়ির মৃত আক্কুর আলীর ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নার্স দোহাজারী পৌর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। এক সহকর্মীকে সঙ্গে নিয়ে লেগুনায় করে বাড়ি ফিরছিলেন তিনি। তার সহকর্মী গন্তব্যে নেমে যাওয়ার পর অর্ধেক পথে তাকে নামিয়ে দেয় লেগুনা চালক। এনিয়ে বাদানুবাদ হলে ওই নারীকে নানাভাবে যৌন নিপীড়ন করে লেগুনা চালক রহিম। এরইমধ্যে এক রিকশাচালক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। শনিবার সকালে ভুক্তভোগী ওই নার্স এ ঘটনায় লিখিত অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত লেগুনা চালককে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শনিবার সকালে থানায় একটি মামলা করেছেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে।