Cvoice24.com

ফটিকছড়িতে বাল্যবিয়ের দায়ে কনের মায়ের জেল

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ২৯ ডিসেম্বর ২০২২
ফটিকছড়িতে বাল্যবিয়ের দায়ে কনের মায়ের জেল

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে হোসনে আরা বেগম (৪৫) নামে এক নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সঙ্গে বর আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে সানমুন কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ সাজা দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি।

দণ্ডিত হোসনে আরা বেগম (৪৫) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড়ছিলোনিয়া গ্রামের শফিউল আলমের স্ত্রী।

বর আনোয়ার হোসেন (৩১) ফটিকছড়ি পৌরসভার আমানবাজার এলাকার নুরুল হকের ছেলে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি বলেন, মেয়েটির বয়স সবেমাত্র ১৪ বছর পার হয়েছে। কনের মাও সেটি স্বীকার করেছেন।  এ জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বরকে জরিমানা করা হয়েছে।’

এদিকে কনের মাকে কারাদণ্ড দেওয়ার ছবি-ভিডিও রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকে মধ্যবয়সী এই নারীকে কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আবার জনসচেতনতার জন্য এই শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন মতও দিয়েছেন কেউ কেউ।

সর্বশেষ

পাঠকপ্রিয়