Cvoice24.com

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ১৮ আগস্ট ২০২১
হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় পুকুরের পানিতে ডুবে মানিক নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায় পৌরসভার সন্দ্বীপ পাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু মানিক পৌরসভার মো. নুরুল আবছারের ছেলে। সে সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন সিভয়েসকে বলেন, ‌‘মঙ্গলবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। বুধবার সকালে বাড়ির সামনে পুকুরে শিশু মানিকের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।’

-সিভয়েস/আইএইচ/এএ

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়