Cvoice24.com

এবার হালদায় দেড় টন কাচকি মাছসহ ১৮ হাজার মিটার ভাসান জাল জব্দ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ১২ মে ২০২২
এবার হালদায় দেড় টন কাচকি মাছসহ ১৮ হাজার মিটার ভাসান জাল জব্দ 

হালদায় জব্দ করা ভাসান জাল পুড়িয়ে ফেলা হচ্ছে

হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল, ৮টি ঠেলা জাল ও ৮টি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। একইসঙ্গে ১৫ হাজার কেজি কাচকি মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় এ অভিযান চালানো হয়। জব্দকৃত কাচকি মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণের ব্যবস্থা করা হয়েছে। 

এ অভিযানের নেতৃত্ব দেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূঁইয়া। তিনি সিভয়েককে বলেন, জব্দ করা ১৫ হাজার কেজি কাচকি মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত কাঠের নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং জব্দ করা জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শে পুড়িয়ে ধ্বংস করা হয়। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়