Cvoice24.com

পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ৯ মে ২০২৩
পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা

ফাইল ছবি।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে পুকুর ভরাট করায় শরিফ আজম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

জানা গেছে, পুকুরটি ভরাট করতে তিন মাস আগে পরিকল্পিতভাবে সেচ যন্ত্র দিয়ে শুকিয়ে ফেলা হয়। গত ৩ থেকে ৪ দিন ধরে চলে ভরাট কার্যক্রম। বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে আজ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পুকুরটি খনন করে আগের অবস্থায় আনার নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়টি তদারকি করবেন শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম সিভয়েসকে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর বা জলাধার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানির উৎস হিসেবে জলাধার সংরক্ষণ জরুরি। আইন অমান্য করে কেউ জলাশয় ভরাট করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকলের সচেতনতা জরুরি।

সর্বশেষ

পাঠকপ্রিয়