Cvoice24.com

বাবার খুনিদের গ্রেপ্তারের দাবিতে পোস্টার হাতে দুই সন্তান

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ৮ জানুয়ারি ২০২২
বাবার খুনিদের গ্রেপ্তারের দাবিতে পোস্টার হাতে দুই সন্তান

বাবার খুনিদের গ্রেপ্তারের দাবিতে পোস্টার হাতে দুই সন্তান।

বাবাকে কারা হত্যা করেছে জানে না কেউ। আজ পাঁচদিন অতিবাহিত হলেও এ ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। তাই পোস্টার হাতে রাজপথে দাঁড়িয়েছে দুই সন্তান লাবিবা (১২) ও রাকিকাত (৬)। তাদের হাতে থাকা পোস্টারে লেখা— ‘খুনিদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি’। ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ও বিচার চেয়ে ব্যানার নিয়ে মহাসড়কে দুই শিশু দাঁড়িয়ে থাকার দৃশ্য নজর কেড়েছে সর্বমহলের।

আজ শনিবার সকালে লোহাগাড়ার চুনতি ডেপুটি বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যানার হাতে রাজপথে দাঁড়িয়ে বাবার খুনিদের বিচার চেয়েছে তারা। চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দ্রুত সময়ের মধ্যে বাবাকে হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জনু কোম্পানী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়ার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ, মাহবুবুর রহমান, প্রিয়দর্শী বড়ুয়া, ব্যবসায়ী শহিদুল ইসলাম, চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম, নিহতের শশুর হাবিবুর রহমান, বড়ভাই শরাফত উল্লাহ, শাহজাদা মোহাম্মদ ইমরাত, মোহাম্মদ নুরুচ্ছাফা, নুরুন্নবী কবির, উজ্জল বড়ুয়া, কফিল উদ্দিন, ইমতিয়াজ ও ছমির উদ্দিন। মানববন্ধনে মৃত লতিফের দুই মেয়েসহ চুউবির প্রাক্তন ছাত্র ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি-সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। 

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যাকাণ্ডের পাঁচদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত সময়ের মধ্যে লতিফ হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের পাইলট হাইস্কুল সড়ক এলাকায় নিজ বিকাশ এজেন্টের দোকানে লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ৭ নম্বর ওয়ার্ডের সুফি মিয়াজি পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে।

সর্বশেষ

পাঠকপ্রিয়