Cvoice24.com

লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ১৭ জানুয়ারি ২০২৩
লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটায় আব্দুল হালিম নামে এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৬ জানুয়ারি) রাতে উত্তর কলাউজান নেজামুদ্দিন মুন্সি পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এরআগে একইদিন সকালে আমিরাবাদ খৈয়ারকুল এলকায় জাহেদ নামে আরও এক যুবককে অর্ধ লাখ টাকা জরিমানা করেন তিনি।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয়রা ফোন করে রাতের আধারে মাটি কাটার অভিযোগ জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ওই যুবক পরবর্তীতে এ ধরনের আইন বহির্ভূত কাজে জড়িত হবে না বলে মুচলেকা দিয়েছে। অবৈধভাবে বালি উত্তোলন, মাটি কাটা ইত্যাদির বিরুদ্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়