Cvoice24.com

মিরসরাই-বারইয়ারহাটে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২১
মিরসরাই-বারইয়ারহাটে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ছবি: সিভয়েস

মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে ১৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

প্রত্যাহার করে নেয়া প্রার্থীরা হলেন, মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম এবং ৬ নম্বর ওয়ার্ডের মো. নুরুল করিম, বারইয়ারহাটে ১ নম্বর ওয়ার্ডে মীর হোসেন, মো. জসিম উদ্দিন,  ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, মো. ফারুক ইসলাম, মো. আলমগীর, ৩ নম্বর ওয়ার্ডে মো. হারুন, মো. ইয়াছিন, ৪ নম্বর ওয়ার্ডে মো. মুসা, ৫ নম্বর ওয়ার্ডে কল্যাণ কান্তি রায়, ৬ নম্বর ওয়ার্ডে মো. আবদুল করিম, মো. মোজাম্মেল, ৯ নম্বর ওয়ার্ডে মো. আক্তার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 

মিরসরাই পৌরসভা নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, দুইজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বর্তমানে কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭ জন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৫ জন। 

মনোনয়ন যাচাই-বাছাইয়ে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ও একক প্রার্থী হিসেবে সংরক্ষিত-১ (১,২,৩) এ রিজিয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর-৩ (৭,৮,৯) এ ফেরদৌস আরা লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বারইয়ারহাট পৌরসভা নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন,  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পৌরসভায় বর্তমানে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৫৪ জন, মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৭ জন। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়