Cvoice24.com

বোয়ালখালী পৌরসভাসহ চট্টগ্রামের ১৩ ইউপির ভোট স্থগিত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ১০ জুন ২০২১
বোয়ালখালী পৌরসভাসহ চট্টগ্রামের ১৩ ইউপির ভোট স্থগিত

বোয়ালখালী পৌরসভাসহ চট্টগ্রামের ১৩ ইউপির ভোট স্থগিত।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চট্টগ্রামের সন্দ্বীপের ১৩টি এবং কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ও কক্সবাজারের চকরিয়া, মহেশখালী পৌরসভার নির্বাচনও স্থগিত করা হয়েছে।   

বৃহস্পতিবার (১০ জুন) সকালে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। গত ১৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এসব নির্বাচন স্থগিত করেছিল ইসি।

স্থগিত হওয়া পৌরসভার মধ্যে রয়েছে— চট্টগ্রামের বোয়ালখালী, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা। ভোট স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে— চট্টগ্রামের সন্দ্বীপের ১৩ ইউনিয়ন, কক্সবাজারের মহেশখালীর ৪ ইউনিয়ন, কুতুবদিয়ার ৬ ও  টেকনাফের ৫ ইউনিয়ন। এছাড়া কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রচার-প্রচারণা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়