Cvoice24.com

চন্দনাইশে বাবার বাড়ি যাওয়ার পথে ৯ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২০ মে ২০২২
চন্দনাইশে বাবার বাড়ি যাওয়ার পথে ৯ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

চট্টগ্রামের চন্দনাইশে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে ৯ মাসের শিশুসহ নিখোঁজ হয়েছেন শিমুল আক্তার (৩০) নামে এক গৃহবধূ। 

শনিবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার জামিজুরী এলাকার শ্বশুরবাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে নয় মাসে শিশু আবদুল্লাহকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হন জামিজুরী এলাকার মোহাম্মদ মুছার স্ত্রী শিমুল আক্তার। সন্ধ্যা পর্যন্ত হাশিমপুরের সোনাইছড়ির বাবার বাড়িতে না পৌঁছায় ওই গৃহবধূকে খোঁজাখুঁজি শুরু করেন আত্বীয়-স্বজনরা। সোমবার পর্যন্তও তার কোন খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তারা। সোমবার ওই গৃহবধূর স্বামী থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুসন্তানসহ গৃহবধূ নিখোঁজের একটি ডায়েরি পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা নিখোঁজ গৃহবধূর সন্ধান করছি।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়