Cvoice24.com

সীতাকুণ্ডে দেড় লাখ গলদা চিংড়ির রেণু পোনা ও ৫ হাজার মিটার বেহুন্দি জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪২, ২৩ জুন ২০২২
সীতাকুণ্ডে দেড় লাখ গলদা চিংড়ির রেণু পোনা ও ৫ হাজার মিটার বেহুন্দি জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেড় লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য বিভাগ। এছাড়া একইসঙ্গে ৫ হাজার মিটার বেহুন্দি জালও জব্দ করা হয়।

বৃহস্পতিবার  সীতাকুণ্ড মডেল থানা, কুমিরা নৌ-পুলিশ ও বাংলাদেশ কোষ্ট-গার্ডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, ও টেকসই  মৎস্য আহরনের জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরন নিষিদ্ধ। এসময়ে মাছ আহরণ বন্ধ নিশ্চিত করতে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড মডেল থানা,  নৌ-পুলিশ  কুমিরা ও বাংলাদেশ কোষ্ট-গার্ডের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে আনুমানিক ১.৫০.০০০ গলদা চিংড়ির পোনা ও ৫০০০ মিটার বেহুন্দী জাল আটক করা হয় । পরে গলদা চিংড়ির রেণু পোনা কুমিরা ঘাট সন্ধীপ চ্যানেলে অবমুক্ত করে বেহুন্দি জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জ্বালিয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এস আই মো. রিজুয়ান ইসলাম, নৌ-পুলিশের এ এস আই আব্দুল হালিম, বাংলাদেশ কোষ্ট-গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মুকলেজ রহমান ইনুমেরেটর রাসেল দাস, মো. মাজহারুল।

সর্বশেষ

পাঠকপ্রিয়