Cvoice24.com

সীতাকুণ্ডে বিনামূল্যে চিকিৎসা পেল পাঁচ শতাধিক রোগী

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ১৯ আগস্ট ২০২২
সীতাকুণ্ডে বিনামূল্যে চিকিৎসা পেল পাঁচ শতাধিক রোগী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানেই পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামে দিনব্যাপী এ ক্যাম্পিং চলে। ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু, মেডিসিন, ডায়াবেটিস, গাইনী বিভাগের ৫ জন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। 

চিকিৎসকরা হলেন, ডা. নুরুল ইসলাম চৌধুরী, ডা. ইমরুল হাসান, ডা. মকসুদ হোসাইন লিটন, ডা. মিশকাতুল ইসলাম ও গাইনী বিশেষজ্ঞ ডা. আইরিন চৌধুরী। এছাড়াও প্রায় দুই শত মানুষের সুগার পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ফ্রি ক্যাম্পিংয়ে সেবা নিতে আসা ফাতেমা জান্নাত নামে এক রোগী বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হলে আমাদের শহরে যেতে হয়। নিজের গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।’

ফাউন্ডেশন ও চিকিৎসা ক্যাম্পের অন্যতম উদ্যোক্তা ডা. নুরুল ইসলাম বলেন, ‘নিজের এলাকার প্রতি আমার একটা দ্বায়বদ্ধতা আছে। এলাকার মানুষের একটা দাবিও রয়েছে আমার উপর। তাদের বিনামূল্যে সেবা দিতে পেরে আমার ভালো লাগছে।’

ক্যাম্পিং শেষে ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন রানার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সাংবাদিক জাহিদুল আনোয়ার চৌধুরী, শেখ সালাউদ্দিন, কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ, এস এম ইকবাল, হাকিম মোল্লা, সাইফুল ইসলাম রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ

পাঠকপ্রিয়