Cvoice24.com

বায়েজিদে গুড়া সাবান খেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ নভেম্বর ২০২২
বায়েজিদে গুড়া সাবান খেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় গুড়া সাবান খেয়ে ইব্রাহিম হোসেন রাফাত নামে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বায়েজিদ থানার শেরে বাংলা টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইব্রাহিম হোসেন রাফাত ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

জানা যায়, নিহত শিশুর বাবা মা দুইজন চাকরিজীবী। রাহাতের বাবা গাড়িচালক, মা গার্মেন্টসকর্মী। ওই দিন তাঁর মা চাকরি শেষে বাসায় ঢুকলে শিশু রাহাতকে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, শিশু রাহাতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়