Cvoice24.com

লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

প্রকাশিত: ১৮:২৫, ১০ জুন ২০২৩
লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে আসা বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৮ জুন) রাত ১২টার দিকে উপজেলার কারেরহাট ইউনিয়নের লক্ষ্মীছড়া বিদ্যুৎ কেন্দ্রের সাব-স্টেশনের কাছে বানরটিকে উদ্ধার করা হয়। 

পরদিন শুক্রবার (৯ জুন) বিকেলে করেরহাট পাহাড়ের গভীর জঙ্গলে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দিন এলাহী। 

তিনি জানান, স্থানীয়রা বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে রেঞ্জের কর্মকর্তারা বানরটিকে উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করে দেওয়া হয়। 

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লালতালিকাভুক্ত বিপন্ন প্রজাতির এই লজ্জাবতী বানর

সর্বশেষ

পাঠকপ্রিয়