Cvoice24.com

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন খালেদা, এখনো লড়ছেন ছেলে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ১৫ জুলাই ২০২১
পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন খালেদা, এখনো লড়ছেন ছেলে

সাতকানিয়া গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ খালেদা বেগম পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ পর্যন্ত এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

খালেদা বেগম পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড উত্তর চরপাড়া এলাকার মো. শাহ আলমের স্ত্রী।

একই ঘটনায় দগ্ধ তার ছেলে শাহনেওয়াজ এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর স্বামী শাহ আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কদিন আগে তারা লোহাগাড়ার নিজ বাড়ি থেকে বেড়াতে এসেছিলেন।

সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর সাইফুল আলম সোহেল বলেন, ‘গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ খালেদা বেগম মারা গেছেন। রাত সাড়ে দশটার দিকে তিনি মারা গেছেন বলে খবর এসেছে। এ পর্যন্ত এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।’ 

গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মনটানা ক্লাবের পিছনে চরপাড়ায় স্থানীয় সৈয়দ আহমদের বাড়িতে আনা নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সৈয়দ আহমদ, তার মেয়ে, মেয়ের জামাই ও নাতি এবং উদ্ধার করতে যাওয়া একজনসহ মোট ৬ জন অগ্নিদগদ্ধ হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পরে তাদের সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

সেখান থেকে সৈয়দ আহমদের মেয়ে খালেদা বেগম (৪২), তার ছেলে মো. শাহনেওয়াজ (২৪), মৃত আবদুস শুক্কুরের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬) এবং অগ্নিকাণ্ডের খবর শুনে উদ্ধার করতে যাওয়া চরপাড়ার মৃত আলী আহমদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০) কে উন্নতর চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে হেলাল, মঙ্গলবার ভোরে দেলোয়ার আর আজ খালেদা বেগম মারা যায়।

সর্বশেষ

পাঠকপ্রিয়