Cvoice24.com

বাঁচতে চায় সাতকানিয়ার নাসির, অর্থাভাবে ভর্তি হতে পারছেন না হাসপাতালে

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ২৮ জুলাই ২০২১
বাঁচতে চায় সাতকানিয়ার নাসির, অর্থাভাবে ভর্তি হতে পারছেন না হাসপাতালে

২৬ বছরের টগবগে যুবক নাসির। যে বয়সে সংসার তরীতে পা রেখে টগবগিয়ে জীবন পার করার কথা ঠিক সেই সময়ে এসে থমকে গেছে নাসির। কালো মেঘ জমে গেছে প্রাণচঞ্চল রক্তিম সূর্যের আভায়। জীবনের চাকা চলে কি চলেনা এমন দোদুল্যমান পরিস্থিতিতে নাসির। দুটো কিডনি হারিয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে বাড়ির বিছানায় কাতরাচ্ছেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার দুটো কিডতেই পানি জমেছিল। এখন দুটোই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি ডায়ালাইসিসের মাধ্যমেই বেঁচে আছেন। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।
 
নাসিরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। বাবা মো. আহমদ কবির একজন রিকশা চালক। তিন ভাইয়ের মধ্যে নাছিরই সবার ছোট। গেল বছর বজ্রপাতে প্রাণ হারায় নাছিরের মেঝ ভাই।

দিনমজুর বাবার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো কোন অবস্থাতেই  সম্ভব হচ্ছে না। ইতোমধ্যেই সহায় সম্বল যা ছিল তা ছেলের পেছনে শেষ করে এখন নিঃস্ব হয়ে গেছেন। এরই মধ্যে দ্রুত নাছিরকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  টাকার অভাবে নাছিরকে চিকিৎসা করাতে পারছে না তার পিতা আহমদ কবির। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা করানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

অর্থাভাবে চিকিৎসা না করেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে নাছিরকে। তার চিকিৎসা করতে পাঁচ/ছয় লক্ষ টাকার প্রয়োজন। দারুন অর্থ কষ্টের পরিবারের পক্ষে তার চিকিৎসা চালানো সম্ভব হয়ে উঠছেনা। তাই নাছিরের জীবন বাঁচাতে এখন সমাজের সহৃদয়বান বিত্তশালীদের সহযোগিতার প্রয়োজন।

সমাজের ধনাঢ্য হৃদয়বান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাছিরের দরিদ্র পরিবার। সমাজের সবার একটু সহযোগিতা পেলেই বাঁচতে পারে নিষ্পাপ নাছিরের প্রাণ। সে কারণে নাসিরের অসহায় পিতা আহমদ কবির দেশের ধনাঢ্য ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।

সাহায্য পাঠাতে...

রোগীর বাবা মো. আহমদ কবির, সঞ্চয়ী একাউন্ট নং 20502940202761505 
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
কেরানিহাট শাখা, চট্টগ্রাম। 
 
মো. নাছির,
সঞ্চয়ী হিসাব নং
1214601023334
সোনালী ব্যাংক লিমিটেড
সাতকানিয়া শাখা, চট্টগ্রাম।

সাহায্যে পাঠাতে যোগাযোগ করুন- 01611-426849 বিকাশ।
01817-795013 রকেট/নগদ/উপায়/বিকাশ

সর্বশেষ

পাঠকপ্রিয়