Cvoice24.com

মনঃপূত না হলেই চিল্লাচিল্লি করেন, ভালো কাজের প্রশংসাতো করেন না: সীতাকুণ্ডের এমপি

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ৮ আগস্ট ২০২২
মনঃপূত না হলেই চিল্লাচিল্লি করেন, ভালো কাজের প্রশংসাতো করেন না: সীতাকুণ্ডের এমপি

সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম বলেছেন, ‘কোন একটা জিনিস মনঃপূত না হলে অনবরত সমালোচনা করেন। কিন্তু কোন ভালো কাজের প্রশংসাতো করেননা। শুধু তেলের দাম বাড়লে, বিদ্যুৎ না থাকলেই চিল্লাচিল্লি শুরু।’

সোমবার (৮ আগস্ট) উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধী ও অসুস্থদের মাঝে অনুদানের চেক ও হুইল চেয়ার, কমোড চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দিদারুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী অসহায়দের ১০ টাকায় চাল দিচ্ছেন, টিসিবির মাধ্যমে নিন্মবিত্তদের স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছেন। এসব তিনিই চালু করেছেন। তিনি যদি না দিতেন কারো কিছু করার ছিলনা। আপনারা অকৃতজ্ঞ হবেননা, শোকরিয়া আদায় করতে শিখুন। এতে আল্লাহও খুশি হবেন।’

তিনি আরও বলেন, ‘ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা এসব কারা পায়। আপনারাইতো পান। এসবতো কখনো বলতে শুনিনা। মনে রাখবেন এই দুনিয়ায় না হলেও পরকালে আপনাদের এর জবাব দিতে হবে।’

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম জানান, সমাজ সেবা মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৩টা হুইল চেয়ার, ৫টি কমোড চেয়ার, এতিম খানা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থদের মাঝে সহায়তা হিসাবে সর্বমোট ২৫ লাখ টাকার সরন্জাম ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন। 

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, মুরাদপুরের চেয়ারম্যান রেজাউল করিম ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

পাঠকপ্রিয়