Cvoice24.com

মধ্যরাতে সংঘর্ষে জড়ালো চবি ছাত্রলীগের দুই গ্রুপ, ককটেল বিস্ফোরণ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৯, ১৯ জানুয়ারি ২০২২
মধ্যরাতে সংঘর্ষে জড়ালো চবি ছাত্রলীগের দুই গ্রুপ,  ককটেল বিস্ফোরণ

চবি ছাত্রলীগের দুপক্ষের সংর্ঘষের খবরে সর্তক অবস্থানে পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এতে পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় ককটেল বিস্ফোরণেরও শব্দ শোনা যায়।

আহতরা হলেন- সিএফসি গ্রুপের ১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাসির উদ্দিন, একই বিভাগের সাত্তার শান্ত, ১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের আপন ইসলাম মেঘ, বিজয় গ্রুপের ১৬-১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল ও একই শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী সন্ধানী জিকু। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

বিবাদমান দুইটি গ্রুপ হচ্ছে বিজয় ও সিএফসি। উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়ে পরে দুই গ্রুপ। এ সময় উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন আহত হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান করছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা তাদেরকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়