Cvoice24.com

এবার চলন্ত শাটলে চবি ছাত্রীর মোবাইল ছিনতাই

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০১, ২৪ এপ্রিল ২০২২
এবার চলন্ত শাটলে চবি ছাত্রীর মোবাইল ছিনতাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেন থেকে এক ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ এপ্রিল) সকাল ৮টার ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই ছাত্রীর নাম নন্দিতা দাস। তিনি শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। এ ঘটনার সময় ছিনতাইকারীকে ধরতে লাফ দিতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা সকাল ৮ টার শাটল ট্রেন ট্রেন যখন কদমতলী মোড় ক্রস করার সময় ওই ছাত্রীর মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায় এক ছিনতাইকারী। এসময় ছাত্রীটিও ছিনতাইকারীর পিছু পিছু চলন্ত ট্রেন থেকে লাফ দেন। 

ডিউটিরত পুলিশ সদস্য মো. রফিক জানান , ট্রেন চলন্ত অবস্থায় ছিনতাইকারী মোবাইল টান দিয়েই ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যান ৷ এর সাথে সাথে ছাত্রীটিও লাফ দেন। এর মধ্যে ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে আমরা নামতে পারিনি। তবে আমরা বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানাকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা এ ধরনের কোন ঘটনার কথা শুনিনি। আমরা খোঁজ নিচ্ছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়