Cvoice24.com

চবিতে ক্লাস চলাকালে খুলে পড়ল সিলিং ফ্যান

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ১৯ মে ২০২২
চবিতে ক্লাস চলাকালে খুলে পড়ল সিলিং ফ্যান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস চলাকালে হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে পড়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

রমজানে ক্লাসরুমের সংস্কার কাজ হয়েছে, ইলেকট্রিক অনেক কাজ হয়েছে। সেই সময়ের কাজে কোনো গাফিলতির জন্য হয়তো আজ এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সিফাতুল ইসলাম বলেন, ‘আমাদের একটা মাত্র ক্লাস ছিল। এ জন্য শিক্ষার্থী উপস্থিতি কম ছিল। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ ক্লাসরুমের শেষ দিকের কর্নারের ফ্যানটি খুলে পড়ে।’

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অর্থনীতি বিভাগের সভাপতি ড. মোদাব্বের আহমেদ। তিনি বলেন, ‘আমাকে কেউ কিছু বলে নাই। আমার ডিপার্টমেন্টের কেউও ফোন করে জানায়নি। আপনার থেকে খবর পেলাম।’

-সিভয়েস/এমআর

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়