Cvoice24.com

সেন্টমার্টিনে চবি শিক্ষার্থীদের উপর জাহাজ স্টাফদের হামলা, আহত ১০

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৪ মার্চ ২০২৩
সেন্টমার্টিনে চবি শিক্ষার্থীদের উপর জাহাজ স্টাফদের হামলা, আহত ১০

সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফে ফেরার পথে দুই দফা হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এসময় বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে বেক্রুজ-১ জাহাজের স্টাফদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত শিক্ষক ও ছাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা বলেন, ‘মঙ্গলবার সেন্টমার্টিন থেকে জাহাজটিতে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে নির্ধারিত আসন থেকে তুলে দেয় জাহাজের স্টাফরা। তুলে দেয়ার কারণ জানতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধর শুরু করে স্টাফ ও যাত্রীবেশে ওঠা তাদের বন্ধুরা। পরে যখন জাহাজ দমদমিয়া ঘাটে ভেড়ে তখন আরেক দফা মারধর শুরু করে তারা। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়