Cvoice24.com

পাহাড় কাটার দায়ে নাক্ষ্যংছড়ির বাইশারীতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ১৬:৫১, ২৯ মে ২০১৮
পাহাড় কাটার দায়ে নাক্ষ্যংছড়ির বাইশারীতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ছবি: প্রতীকি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ মে) বিকেল নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার এস এম সরোয়ার কামাল এ অর্থদণ্ড দেন। দণ্ডিত ব্যক্তি হলেন, পুর্ব বাইশারী তুফান আলী পাড়ার সাবেক প্রাইমারী প্রধান শিক্ষক আবদুর রহমান।

জানা যায়, এর আগে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাবের নেতৃত্বে বাইশারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি নিবার্হী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া ওই জরিমানার টাকা জমা দেওয়ার পর তিনি ছাড়া পায়। ওই সময় নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার জেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সিভয়েস/আরপি/এমআইএম

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়