Cvoice24.com

টেকনাফের পাহাড়ি ছড়ায় মিলল মৃত বন্য হাতি

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২১
টেকনাফের পাহাড়ি ছড়ায় মিলল মৃত বন্য হাতি

কক্সবাজার টেকনাফ উপজেলার জাদিমুড়া শালবাগান (রোহিঙ্গা ক্যাম্প-২৬) গহীন পাহাড়ের ছড়া থেকে একটি মরা বন্য হাতি পাওয়া গেছে।

শনিবার সকালে বনবিভাগের কর্মকর্তারা ওই মৃত হাতিটি উদ্ধার করে। 

এর আগে, শুক্রবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে টহল রত এপিবিএন পুলিশ মৃত হাতি দেখতে পায়। এরপর টেকনাফ বন বিভাগকে খবর দেয়। তবে মৃত হাতির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে টেকনাফ সহকারী বন সংরক্ষণ (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, শালবাগান পাহাড়ে হাতির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  ওই মৃত হাতিটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হাতির মৃত্যুর কারণ জানা যাবে। 

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর একই স্থানে আরেকটি হাতি মারা যায়।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়