Cvoice24.com

রামুতে খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ মে ২০২২
রামুতে খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী 

কক্সবাজারের রামুতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্রের ১৫ শিক্ষার্থী। পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ থাকায় তাদের মধ্যে ১৩ জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিকেএসপির কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আতিকুজ্জামান রুশু জানান, শুক্রবার রাতের খাবার খাওয়ার পর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। তাদের অবস্থার অবনতি হলে ১৫ জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওই শিক্ষার্থীরা যেহেতু উত্তরের জেলাগুলোর হওয়ায় আবহাওয়ার পরিবর্তনের কারণে এমনটি হয়েছে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া বলেন, রাত থেকে একে একে ১৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পেট ব্যথা ও ডায়রিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনের অবস্থা উন্নতি হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়