Cvoice24.com

দাঁড়িয়ে থাকা ট্রাককে বাসের ধাক্কায় নিহত ৪

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ১৬ জুলাই ২০২২
দাঁড়িয়ে থাকা ট্রাককে বাসের ধাক্কায় নিহত ৪

ছবি-সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপু‌রে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে বাসের চারজন নিহত হ‌য়ে‌ছে। এ‌ সময় আহত হ‌য়ে‌ছেন আরও ৯ জন। 

শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি। তবে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌রও একজ‌নের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়