পাসের হারে মহানগরের চেয়ে পিছিয়ে তিন পার্বত্য জেলা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২
পাসের হারে মহানগরের চেয়ে পিছিয়ে তিন পার্বত্য জেলা

২০২১ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে ৯৯ হাজার ৬২৮ জন। যার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। যা গতবছরের তুলনায় ৮ হাজার ৯০৫ জন কম। তবে গতবার অটোপাশ থাকার পরেও জিপিএ ৫ এবারের তুলনায় কম ছিল।

গতবারের চেয়ে এবারে জিপিএ ৫ বেড়েছে ১ হাজার ৫৭৭ জনের। কিন্তু বরাবরের মত মহানগরের চেয়ে পিছিয়ে আছে তিন পার্বত্য অঞ্চল। যার কারণে অন্যান্য বোর্ডের তুলনায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার তুলনামূলক কম। প্রতিবার পার্বত্য জেলার কলেজগুলো পিছিয়ে থাকায় প্রভাব পড়ে ফলাফলেও। সে ধারায় এবারেও মহানগরের চেয়ে পিছিয়ে পার্বত্য অঞ্চল।

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৩ দশমিক ৬২ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। 

তবে বৃহত্তর চট্টগ্রাম জেলাগুলোর মধ্যে এবার সবচেয়ে খারাপ ফল হয়েছে রাঙামাটিতে। সেখানে পাসের হার ৮১ দশমিক ৬২ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৩ দশমিক ২১ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৮৬ দশমিক ৮৮ শতাংশ। এরমধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছে বান্দরবান জেলায়। সেখানে পাসের হার ৯১ দশমিক ৭৩ শতাংশ। যদিও অন্যান্য বার পাসের হার থেকে ৪০ থেকে ৬০ শতাংশের ঘরে। সেখানে এবার সে ধারা থেকে বেরিয়ে পাসের হার ৮১ থেকে ৯২ শতাংশে গিয়ে ঠেকেছে।

শতভাগ পাস ১৬ কলেজের শিক্ষার্থী, ২টিতে সবাই ফেল

আবার জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও পিছিয়ে আছে মহানগরের বাইরের কলেজগুলো। মোট ১৩ হাজার ৭২০ জিপিএ ৫ এর ১২ হাজার ৫৫৪ জনই মহানগরের। অর্থাৎ ৯১ দশমিক ৫০ শতাংশ মহানগরের। বাকি ১ হাজার ১৬৬ জন মহানগরের বাইরের। এর মধ্যে কক্সবাজারে জিপিএ ৫ পেয়েছে সবচেয়ে বেশি ৭৭০ জন। 

মহানগরের চেয়ে পার্বত্য জেলা পিছিয়ে থাকার কারণ প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ‘পাহাড়ের জেলাগুলো অনেকটাই পিছিয়ে আছে শহরের তুলনায়। অবশ্য এর অনেক কারণও রয়েছে। সমতলের চেয়ে সেখানে সুযোগ সুবিধা কম, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মানসম্মত শিক্ষার অভাব রয়েছে। পার্বত্য অঞ্চলের ফলাফল ভালো হলে অন্যান্য বোর্ডের তুলনায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড এগিয়ে থাকতো।’

জিপিএ ৫-এ সেরার সেরা মহসিন কলেজ

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল


এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়