অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’

প্রকাশিত: ১৬:১৭, ৮ ডিসেম্বর ২০১৮
অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’

ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর প্রান্তিক জনপদের অসহায়-দরিদ্র মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। আজ শনিবার (৮ ডিসেম্বর) উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, সার্জারি, শিশু ও ডায়াবেটিস রোগের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক ৯ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা’সহ ওষুধ প্রদান করেছেন।

জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাউসার, ফেনী প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ৬ নম্বর চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র উপদেষ্টা মাহিনুর জাহান লাবনী।

এছাড়া অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল আলম, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক আমজাদ হোসেন নাহিদ।

এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক এম এমরান পাটোয়ারী, সাংবাদিক শেখ আবদুল হান্নান, স্থানীয় ইউপি সদস্য তোতা মিয়া, মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস’সহ ব্যক্তিবর্গ। মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়নে বিশেষ সহযোগিতায় ছিলেন স্কয়ার ও ইনসেফটা ফার্মাসিটিক্যাল লিমিটেড।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়