Cvoice24.com

চট্টগ্রামে শনাক্তের হার ৩৯.৯৬ শতাংশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২, ২৪ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে শনাক্তের হার ৩৯.৯৬ শতাংশ

চট্টগ্রামে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে।  ইতোমধ্যে দৈনিক শনাক্তের হার রেকর্ড গড়েছে। রবিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামে নমুনার তুলনায় প্রায় ৪০ শতাংশের ফলাফল পজিটিভ এসেছে। যা এখন পর্যন্ত চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্তের হার। কোভিডের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে রোগী পাওয়া গেছে ৯৮৯ জন। এদিন ১১টি ল্যাবে সর্বমোট নমুনা পরীক্ষা হয় ২ হাজার ৪৭৫ জনের। শনাক্তের হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ। 

এদিকে সর্বোচ্চ রোগী শনাক্তের হারের দিনে সুখবর হলো করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১২ জন।

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোন রোগী মারা যায়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়