Cvoice24.com

করোনায় আরেক মৃত্যু, দুই কিডনীই ছিল বিকল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ৪ জুলাই ২০২২
করোনায় আরেক মৃত্যু, দুই কিডনীই ছিল বিকল

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যুর কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাতকানিয়ার ৪৫ বছর বয়সী ওই পুরুষের দুটো কিডনীই বিকল ছিল। গত দুই মাস ধরে তিনি কিডনীর চিকিৎসা করাচ্ছিলেন। 

সোমবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার মৃতুর খবর প্রকাশ করা হয়। ২ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত ফেরদৌস সৌদি আরব প্রবাসী ছিলেন। অসুস্থ অবস্থায় মাস দুয়েক আগে তিনি বাংলাদেশে আছেন। তিনি ডা. আব্দুর রউফের অধীনে চিকিৎসাধীন ছিলেন। 

জানা গেছে, উনাকে নিয়মিত ডায়লোসিস করাতে হতো। কিডনী বিকল হয়ে যাওয়ার কারণে ফুসফুসে পানি জমে যায় তার। এই জটিলতা নিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। 
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়